• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কিশোরগঞ্জে যুবলীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

কিশোরগঞ্জে যুবলীগ নেতা একেএম ইউসুফ মনি হত্যায় জড়িতেদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের কালীবাড়ি সড়কে এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়।  

মানববন্ধনে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র, কাউন্সিলর, পৌরসভার কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষ অংশগ্রহণ করেন। 

এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, কাউন্সিলর সুলতান মিয়া, রবিন, যুবলীগ নেতা পল্লব কর, পৌর কর্মচারী সংসদের সভাপতি সিরাজুল ইসলাম, মারিয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হলুদ প্রমূখ।

মানববন্ধনে বক্তরা অবিলম্বে সকল আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি রাতে শহরের রথখলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পৌর কাউন্সিলর ইয়াকুব সুমনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তার বড় ভাই যুবলীগ নেতা ইউসুফ মনি তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইউসুফ মনিকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে চিহ্নিত ১২ জন ও অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, এঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে দু'জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা